আমার বোঝা এতই করি ভারী

আমার বোঝা এতই করি ভারী–
তোমার ভার যে বইতে নাহি পারি।
আমারি নাম সকল গায়ে লিখা,
হয় নি পরা তব নামের টিকা–
তাই তো আমায় দ্বার ছাড়ে না দ্বারী।
আমার ঘরে আমিই শুধু থাকি,
তোমার ঘরে লও আমারে ডাকি।
বাঁচিয়ে রাখি যা-কিছু মোরে আছে
তার ভাবনায় প্রাণ তো নাহি বাঁচে–
সব যেন মোর তোমার কাছে হারি।

Advertisements

সংযোজন – ১০ (amar bojha etoi kori bhari)

Rabindranath Tagore

Advertisements

Related Posts

Comment

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Scroll to Top