তুমি রবে নীরবে হৃদয়ে মম
Advertisements
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
Advertisements
মম জীবন যৌবন, মম অখিল ভুবন
মম জীবন যৌবন, মম অখিল ভুবন
তুমি রবে নীরবে হৃদয়ে মম
জাগিবে একাকী তব করুণ আঁখি
তব অঞ্চলছায়া মোরে রহিবে ঢাকি
জাগিবে একাকী তব করুণ আঁখি
মম দুঃখবেদন, মম সফল স্বপন
মম দুঃখবেদন, মম সফল স্বপন
তুমি রবে নীরবে
নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী-সম
তুমি রবে নীরবে হৃদয়ে মম
তুমি রবে নীরবে
[the_ad_placement id=”before-2nd”]